মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই মাদক মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আল আমিন সরদার (৩০)।
সে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিন গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত উক্ত মামলায় ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) তাকে রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page