আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৮.৩০টায় শরীয়তপুর পৌরসভা থেকে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।
ফেডারেশনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. ফরিদ হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলার উপদেষ্টা মাওলানা খলিলুর রহমান, ড. মোশাররফ হোসেন মাসুদ, মাওলানা আব্দুর রব হাসেমী, কে এম মকবুল হোসাইন, জেলা ফেডারেশনের সম্পাদক আবু হানিফ সুজন, ফেডারেশনের শরীয়তপুর-মাদারীপুর অঞ্চল পরিচালক খন্দকার দেলোয়ার হোসাইন, ফেডারেশনের জেলা নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার লোকমান হোসাইন প্রমুখ।
You cannot copy content of this page