আমতলীর পায়রা নদীর ফেরির ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া ১০ টাকা করার দাবীতে শনিবার সকালে খেয়াঘাট এলাকায় ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসূচী পালন করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতা কর্মীরা। মানবন্ধন কর্মসূচীতে দুই শতাধিক নেতা কর্মী এবং সাধারন মানুষ অংশগ্রহন করে।
শনিবার সকাল ১১ টায় আমতলী-পুরাকাটা পারাপারের খেয়াঘাট এলাকার আমতলীর পাড়ে বরগুনার জেলা পরিষদ কর্তৃক দেওয়া ফেরির ইজারা বাতিল এবং নৌকায় খেয়াপারাপারে ভাড়া ১০ টাকা করার দাবীতে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কর্মসীচী পালিত হয়। ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মো. শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক জিহাদী, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউসুব মাতুব্বর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মীর সোলায়মান, ইসলামী যুব আন্দালনের আমতলী শাখার সভাপতি হাফেজ খালিদ সাইফুল্লাহ ও ইসলামী যুব আন্দোলনে আমতলী শাখার সাধারন সম্পাদক হাফেজ মো. ইছা প্রমুখ।
বক্তারা বরগুনার জেলা পরিষদের দেওয়া পায়রা নদীর ফেরির ইজারা বাতিল করে বিনা টাকায় সাধারন গরীব মানুষের পারাপারের জন্য ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তারা বলেন, গত বছর যেখানে জনপ্রতি পারাপাড়ের ভাড়া ছিল ২০ টাকা এবছর সেখানে জন প্রতি ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা নির্ধারন করে দেয় জেলা পরিষদ। এত টাকা দিয়ে সাধারন গরীব মানুষের পক্ষে খেয়াপারাপাড় কঠিন হয়ে পড়েছে। তাই ফেরির ইজারা বাতিল এবং খেয়া পারাপারের ভাড়া ১০টাকা করার দাবী জানান।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. শফিউল আলম বলেন, প্রতি ৩ বছর পর পর সরকারী নিয়ম অনুযায়ী ইজারা মূল্য বাড়াতে হয়। সে ক্ষেত্রে সাধারন মানুষের কথা বিবেচনা করে নামমাত্র টাকা বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page