আজ সোমবার দুপুর ১২ টার দিকে শিবচর হাতির বাগান মাঠ সংলগ্ন ৫ তলা বিশিষ্ট বিল্ডিং এর ৪র্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম হাসানুজ্জামান প্রিন্স (৪৩) চরশ্যামাইল শিবচর পৌরসভা ১১নং ওয়ার্ড়ের মৃত আবুল কাশেম চানমিয়া হাজীর বড় ছেলে।
জানা যায় দীর্ঘ এক বছর যাবত এই বাসায় দুই বাচ্চা নিয়ে ভাড়া থাকতেন নিহত হাসানুজ্জামান প্রিন্স। দীর্ঘ প্রবাস জীবনের পরে ৫ বছর যাবত দেশেই অবস্থান করছিলেন পাশাপাশি কাপড়ের ব্যাবসা করতেন।
আজ দুপুর ১১ টার দিকে কাজের বুয়া আসলে দেখতে পায় বাসার দরজা ভিতর থেকে খোলা। তিনি ভিতরে ঢুকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসানুজ্জামান প্রিন্স এর দেহটি। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখতে পেয়ে শিবচর থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যরা ধারণা করছেন এটি স্বাভাবিক আত্নহত্যা নয়। তাদের ধারণা কেউ হয়তো হত্যাকাণ্ড ঘটিয়েছে। যেহেতু দরজা খোলা ছিলো এবং গলায় দড়ি ছাড়া ও একটি টি শার্ট পেচানো ছিলো যা তাদের মনে সন্দেহের সৃষ্টি করেছে।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ বলেন আমরা খব পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা খোলা দেখতে পাই এবং ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। গলায় দড়ি সহ আরো একটি টি শার্ট পেচানো ছিলো। আমরা দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page