শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন সাহা (৪৫) নামের এক উচ্চ বিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিহত সুজন সাহা দক্ষিণ মধ্যপাড়া এলাকার হরিদাস সাহার ছেলে। তিনি আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুজন সাহার সঙ্গে তার কাকাতো ভাই ও প্রতিবেশী ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহার জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে এর আগেও একাধিকবার দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ফের সেই বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে শান্তিরঞ্জনের দোকানের কর্মচারী লোকমান হোসেন লাঠি দিয়ে সুজন সাহার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকায় স্থানান্তরের পথে তার মৃত্যু ঘটে।
এদিকে, সুজন সাহার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যরা প্রতিপক্ষ শান্তিরঞ্জনের বড় ভাই মানিক সাহার স্ত্রী শংকরী সাহাকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকেও চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, “তাদের কাকাতো ভাইদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সহকর্মীর এমন মৃত্যু আমাদের জন্য খুবই বেদনাদায়ক—এটি মেনে নেওয়ার মতো নয়।”
You cannot copy content of this page