গোপালগঞ্জে তীব্র শীতের সাথে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপযর্স্ত হয়ে পড়েছে। ভোর থেকে বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
আজ বৃহস্পতিবার ভোর থেকে বাড়ে শীতের তীব্রতা। এর মধ্যে ভোর ৬টা থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এতে বিপযর্স্ত হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে বেশি অসুবিধার শিকার হয়েছে দিনমজুরের। এক দিকে শীত অন্য দিকে বৃষ্টি হওয়ায় কাজে বের হতে পারেনি তারা। কোথাও সূর্যের মুখ দেখা না গেলেও ঠাণ্ডা বাতাস কাঁপিয়ে তুলছে ছিন্নমূল মানুষগুলোকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ দিন পার করছেন তারা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page