১১মে (রবিবার) বিকালে সাভার অধরচন্দ্র হাই স্কল মাঠে ব্রাদার্স ক্লাসিকাল চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন চান্দহর ফুটবল ক্লাব বনাম রাজাবাড়ি স্পোর্টিং ক্লাব। চান্দহর ফুটবল ক্লাব রাজাবাড়ি স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে, ১ গোলের ব্যবধানে চান্দহর ফুটবল ক্লাব বিজয়ী হয়।
সাভার ব্রাদার্স ফুটবল ক্লাবের প্রধান উপদেষ্টা খন্দকার রকিব আহমেদ ইভান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ্ মাঈনুল হোসেন বিল্টু,, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজ্বী মো: সাইফু উদ্দিন সাইফুল , আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া,আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেত দেওয়ান সাভার থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসাইন ডালিম,সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিউল করিম স্বপন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ হোসেন ইউসুফ,
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মাঈনুল হোসেন বিল্টু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মাঠ দখল হয়ে খেলাধূলা বন্ধ হয়ে গিয়েছিলো প্রায়, বর্তমানে আবার যুবকরা খেলাধুলায় মন দিয়েছে ,, এই ধরনের ভালো উদ্যোগের সাথে আমি সব সময় আছি।।
খেলা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ বিজয়ী এবং রানার্সআপের হাতে ক্রেস্ট তুলে দেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে উৎসব মূখর পরিবেশে দর্শকেরা খেলা উপভোগ করেন অধরচন্দ্র হাই স্কুলের মাঠের চারিদিকে কানায় কানায় পূর্ণ হয় দর্শকের।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page