আমতলীর গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচারা গ্রামে সোমবার বিকেল পৌনে ৪টার সময় বজ্রপাতে কহিনুর নামে এক গৃহবধূ প্রান হারিয়েছেন। কহিনুর ওই গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী। মাঠে গরু আনতে গিয়ে তিনি প্রান হারান। পৃথক আরো দুটি বজ্রপাতে ১টি গরু নিহত ও ১জন গুরুতর আহত হন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৪টার সময় দক্ষিণ ডালাচারা গ্রামের জামাল মিস্ত্রীর স্ত্রী কহিনুর বেগম (৪০) আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে গরু আনতে যান। এ সময় সে বজ্রপাতে ঘনটাস্থলেই প্রাণ হারান। স্বজনরা খবর পেয়ে মাঠে গিয়ে তাকে শরীর ঝলশানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
একই দিন গুলিশাখলী ইউনিয়নের খেকুয়ানি গ্রামের লোকমান হাওলাদারের একটি গরুর উপর বজ্রপাত হলে গরুটিও ঘটনাস্থলে নিহত হয়। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ গুলিশাখালী গ্রামে বজ্র এবং বৃষ্টির সময় দোকানে আশ্রয় নেওয়া অবস্থায় বজ্রপাত হলে জামাল চৌকিদারের ছেলে শামীম চৌকিদার নামে (৩৫) একজন গুরুতর আহত হয়। আহত দেলওয়ারকে উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page