মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম তালুকদার (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবক ও তার মাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জ*খম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১২ মে) সকালে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহ*ত রফিকুল ইসলাম তালুকদার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
ভূক্তভোগি পরিবার জানান, দীর্ঘ দিন ধরে রফিকুল ইসলাম তালুকদারের সাথে তার চাচা আমিনুল ইসলাম তালুকদারের জমি নিয়ে বিরোধ চলছিলো। সোমবার সকালে নিজ জমিতে কাজ করছিলেন রফিকুল ইসলাম তালুকদার। এ সময় বাঁধা দেয় তার চাচা আমিনুল ইসলাম তালুকদার। এই সময় চাচার সাথে থাকা শহিদুল ইসলাম তালুকদার, হাসিবুল ইসলামসহ অজ্ঞাত ৫ থেকে ৬ মিলে প্রবাসী যুবকের উপর লোহার রড, লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহ*ত করে। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন রফিকুলের মা শিরিনা বেগমকেও পিটিয়ে আহ*ত করে। এসময় প্রতিপক্ষের লোকজন রফিকুল ইসলামের নির্মানাধীন বাড়ির জমি থেকে কলাগাছসহ বিভিন্ন গাছ উপড়ে ফেলে দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় রফিকুল ইসলাম তালুকদারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও তার মাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এঘটনায় প্রবাসী রফিকুলের মা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে প্রবাসী রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমার আপন চাচার কাছে টাকা পাই। সেই টাকা চাওয়ায় এবং নিজ পৈতৃক সূত্রে পাওয়া জমিতে গাছ লাগাতে গেলে আমার উপর অতর্কিতভাবে হা*মলা চালায়। এতে আমি ও আমার মা মারাত্মকভাবে জ*খম হই।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৩/৫/২৫
শিবচর, মাদারীপুর।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page