শরীয়তপুরের সদর উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য বীজ,গাছ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ মে ) সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ৩৭৩ জন কৃষক-কৃষাণী পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের বাস্তবায়িত অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (১য় সংশোধিত) প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বেড়ার জাল, প্রদর্শনীর সাইনবোর্ড, বিভিন্ন ১৭ রকমের তিন মৌসুমী ফসলের বীজ প্রদান করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা, তাহমিনা আক্তার বলেন, পরিবারের নিরাপদ ফল ও সবজির চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নারীদের বাড়তি আয়েরও সুযোগ তৈরি হচ্ছে। মাঠ পর্যায়ের আমাদের লোকজন সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে তৎপর রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page