বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অসহায় এবং অস্বচ্ছল ৩০ জন নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।
বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কালের কন্ঠের সিনিয়র সাব এডিটর জাকারিয়া জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম আরিফ, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরু হক কাওসার, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, বাংলাদেশ ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য মোঃ আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এবং আমতলী উপজেলা শুভ সংঘের উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম টারজান, সাংবাদিক মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল প্রমুখ।
বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ ও কলাপাড়া উপজেলা প্রতিনিধি জসীম পারভেজ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শুভসংঘের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ইমন ও কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিরাজ।
সেলাই মেশিন প্রাপ্তিতে উচ্ছ্বাসিত ৩০ জন নারী পারিবারিক ভাবে আর্থিক স্বচ্ছ্বলতা ফিরিয়ে আনতে পারবে বলে প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page