দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহের মধ্যে চার বাংলাদেশী খু-ন হওয়ায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। চারিদিকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উ দ্বে গ, উৎ কন্ঠা বেড়েই চলছে।
সর্বশেষ আজ (১৭ মে) সন্ধ্যার পর ব্লুমফন্টেইন শহরে দুর্বৃত্তদের গু,লি,তে মাসুদ আহমেদ নামে এক বাংলাদেশি খু,,ন হয়েছেন। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেলঘর ইউনিয়নে।
এদিকে গতকাল (১৬ মে) পোর্ট এলিজাবেথ শহরে নাছির বালি নামে প্রবীন বাংলাদেশী নিজ দোকানে স,ন্ত্রা, সীদের গু..লিতে খুন হয়েছেন। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে বলে জানা গেছে।
এর আগে দক্ষিণ আফ্রিকার দুই প্রভিন্সে গত রাতে (১০ মে) পৃথক ঘটনায় দুই বাংলাদেশী ব্যবসায়ী খু–ন হয়েছেন।
এদের একজন হলেন কেপটাউনের অদুরে বুস্টার এলাকার রাজু আহমেদ। গতরাতে একদল ডা-কা-ত তার দোকানে ঢুকে গু’লি করে হ-ত্যা করেছে বলে জানা গেছে। উনার দেশের বাড়ি চাঁদপুর জেলার পকলা ইউনিয়নে বলে জানা গেছে।
অপর বাংলাদেশীর নাম কামাল হোসেন; তাকেও গতরাতে ইস্টার্নকেপ প্রভিন্সের স্টেকস্প্রিট অঞ্চলের মাকাতুমা গ্রামে নিজ দোকানে ঢুকে হাত বেঁ-ধে, গামছা পে’ছি’য়ে শ্বাস*রু*দ্ধ*কর করে হ–ত্যা করে ডাকাতদল। উনার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page