এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার ( ১৭ মে) দক্ষিন আফ্রিকার স্থানীয় সময় রাত ০৯.৩০ মিনিটে জোহান্সবার্গের ওআর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ সফি স্বাগত জানান।
বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কমিশন গঠনের অভিজ্ঞতা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টাসহ একটি টিম।
জোহানেসবার্গ ও কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি মিটিং এর কথা রয়েছে। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সফরসূচি জানা যায়নি।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page