এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার ( ১৭ মে) দক্ষিন আফ্রিকার স্থানীয় সময় রাত ০৯.৩০ মিনিটে জোহান্সবার্গের ওআর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ সফি স্বাগত জানান।
বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কমিশন গঠনের অভিজ্ঞতা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টাসহ একটি টিম।
জোহানেসবার্গ ও কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি মিটিং এর কথা রয়েছে। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সফরসূচি জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page