দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ওয়াশিংটন ডিসি সফর দুই দেশের মধ্যে কৌশলগত এবং পারস্পরিক উপকারে গঠিত সম্পর্ককে আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক বিভাগের (DIRCO) জনসংযোগ বিভাগের প্রধান ক্লেইসন মনিয়েলা জানান, এই সফর দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করবে এবং একে অপরের স্বার্থে কাজ করার নতুন দ্বার খুলে দেবে।
প্রেসিডেন্ট রামাফোসার এই সফরের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নানা খাতে সহযোগিতার নতুন দিক উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page