বরগুনার আমতলী-পুরাকাটা ফেরিঘাটের ইজারা বাতিল, খেয়াভাড়া জনপ্রতি ১০ টাকা নির্ধারণ, শিক্ষার্থীদের জন্য ভাড়া সম্পূর্ণ মওকুফ এবং মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশা ফেরিতে বিনা খরচে পারাপারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২০মে) সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সহাস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদি, মাওলানা ইউছুফ মাতুব্বর, মাওলানা মো. কামরুজ্জামান ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আমরা তিন দফা দাবি জানিয়ে ডিসি বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাওসহ আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page