শরীয়তপুরের গোসাইরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম মুতাইত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন মানববন্ধনকারীরা। এসময় ওই এলাকার বিপুল সংখ্যক নানান শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে গত বুধবার গোসাইরহাট উপজেলার শেরু মার্কেট এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।
কুচাইপট্রি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোতাইতকে। এ ঘটনায় পরদিন নিহতের ভাই জসিম মুতাইত ৫২ জনকে আসামী করে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ঢাকা থেকে দুইজন ও ওই এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page