ঢাকার সাভার হর্টিকালচার সেন্টারে ২০২৪-২৫ অর্থ বছরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দেশে অনাবাদি জমিতে ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় “ফলজাত গাছ লাগিয়ে পুষ্টির চাহিদা মেটাতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি পালন হয়।
২৯ মে (বৃহস্পতিবার) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাভার সোবাহানবাগের হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন নাহার মিলি।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২০ জন প্রান্তিক কৃষক এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কিভাবে বছর ব্যাপী ফল উৎপাদন বৃদ্ধি করে নিজে স্বাবলম্বী হওয়া যায় সে বিষয়ে কৃষকদের মাঝে ধারনা দেয়া হয়।
একই সঙ্গে বাড়ির আঙ্গিনার পতিত বা অব্যবহৃত জমিতে পরিকল্পিতভাবে ফলের চারা রোপণ করে পরিবারের ফলের চাহিদা পূরণসহ আয় বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালনের বিষয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের মাশরুম উন্নয়ন কর্মকর্তা শান্তা ইসলাম, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ মোরশেদ আলম ও মফিজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থী কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ফলের গাছ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page