প্রাইভেটকার গাড়ীতে করে ইয়াবা বহন করার সময় মাদারীপুরের শিবচরে ছয় হাজার আটশত পিস ইয়াবাসহ জুয়েল ফরাজী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার শেখপুর বাস স্টানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল ফরাজী ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়ার হাটবাজার গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) রাত আড়াইটার দিকে শিবচর থানার পরিদর্শক তদন্ত মুন্সি আশফাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একট দল শিবচরের শেখপুর বাসস্টানে রাস্তার উপরে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন এসময় মাদারীপুরগামী- ঢাকা মেট্টো-গ ২৩-০৭৫৩ নাম্বারের সাদা রঙ্গের একটি প্রাইভেটকারের গরিবোধ করে গাড়ীর ভীতরে থাকা জুয়েল ফরাজীর নিকটে ৬ হাজার ৮শত পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
এবিষয় শিবচর থানার পরিদর্শক তদন্ত মুন্সি আশফাকুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ৬ হাজার ৮শত পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে আজ দুপুরের তাকে মাদক মাদলায় মাদারীপুর আদালতে প্ররণ করা হয়েছে।
You cannot copy content of this page