৩১ মে (শনিবার) দুপুর ২ ঘটিকায় সিংগাইর উপজেলা প্রেসক্লাব অফিস কক্ষ মাটির পৃথিবী ভবন ২য় তলায় , ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সভার শুরুতে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম ফজলুল হক।
দ্বিতীয় অধিবেশনে দৈনিক দি কান্ট্রি টুডে ও দৈনিক আমাদের নতুন সময় এর মাজহারুল ইসলামকে আহবায়ক এবং জাগরণী টিভির স্টাফ রিপোর্টার এবং দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি, এস এ রশিদকে সদস্য সচিব করে ২১ সদস্যর আহবায়ক কমিটি ঘোষনা করেন, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি পৃথিবী প্রতিদিন পত্রিকার সম্পাদক এবং পিটিভি বাংলার চেয়ারম্যান এফএম ফজলুল হক।
১নং যুগ্ম আহবায়কঃ এফ এম রিদম প্রান্তর পৃথিবী, দি মর্নিং অবজারভার
২নং যুগ্ম আহবায়ক ঃ মোঃ আব্দুল লতিফ
( আইনজীবী) দৈনিক বাংলার চিত্র
৩নং যুগ্ম আহবায়কঃ মোঃ জালাল উদ্দীন, মুভি বাংলা টেলিভিশন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।
৪নং যুগ্ম আহবায়ক ঃ মোঃ মোস্তাফিজুর রহমান খান মুকুল, দৈনিক আজকের বসুন্ধরা।
৫নং যুগ্ম আহবায়ক ঃ মোঃ আসিফ হোসেন
এবিসি অনলাইন ও ই সময়।
৬নং যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোটার : দৈনিক পৃথিবী প্রতিদিন , ঢাকা জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ দিগন্ত।
সিংগাইর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ২০০৩ সালে পুরাতন সিংগাইর পল্লী বিদুৎ অফিস খলিল ভবনের ২য় তলায়।
প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালনে অদ্যবর্তী সক্রিয় ছিলেন। এফ এম ফজলুল হক (ফজলু) চেয়ারম্যান পিটিভি বাংলা ও সম্পাদক দৈনিক পৃথিবী প্রতিদিন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, দৈনিক মুক্ত খবর। সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন, মোঃ বাদল হোসাইন, মাই টিভি ও কাল বেলা।
এফ এম ফজলুল হক মোঃ আসলাম এবং মোঃ বাদল হোসাইন আজীবন সম্মানিত সদস্য হিসাবে
নির্বাচিত হোন।
আহবায়ক কমিটির সদস্য
১/মোঃ মোশাররফ হোসেন, সাপ্তাহিক নিউজ গার্ডেন
২/ সদস্য শফিকুল ইসলাম ( গোবিন্দল)
বাংলা ইডেশন ও মাল্টিমিডিয়া সিংগাইর উপজেলা প্রতিনিধি।
৩। সদস্য জয়নাল আবেদীন ( তালেবপুর)
জেকে টিভি অনলাইন
৪। সদস্য আব্দুল মালেক
পিটিভি বাংলা সিংগাইর উপজেলা প্রতিনিধি
৫ । সদস্য আশিকুর রহমান গ্রামীণ টিভি অনলাইন
৬ । সদস্য মোঃ রবিউল হক Manikganj top news
৭। প্রতিষ্ঠাতা সদস্য আলাউদ্দিন, দৈনিক রুদ্র বাংলা,
৮। সদস্য ঃ সিরাজুল ইসলাম, ( প্রতিষ্ঠাতা সদস্য) দৈনিক রুদ্র কণ্ঠ,
৯। সদস্য মামুন খান মানুষের কণ্ঠ সিংগাইর উপজেলা প্রতিনিধি।
১০ । সদস্য ঃ মোঃ রিহানুর রহমান ( আকাশ) দৈনিক পৃথিবী প্রতিদিন
সিংগাইর উপজেলা প্রতিনিধি
১১। সদস্য ঃ মোঃ সুহান
সাপ্তাহিক সব খবর
সিংগাইর উপজেলা প্রতিনিধি
১২। অপু রাজ,
১৩। মোঃ সুমন আহমেদ দৈনিক আজকালের বার্তা
২১ সদস্য আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অঙ্গীকারবদ্ধ।
আহবায়ক কমিটির কার্যক্রমের
পূর্বে শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎবার্ষিকী পালনে দোয়া ও মোনাজাত করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page