আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে।
৩ জুন (মঙ্গলবার) সকালে গেন্ডা পুকুরপাড় বালুর মাঠ (ইমু চেয়ারম্যানের মাঠ) কোরবানির পশুর হাট ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌরসভার প্রশাসক মোঃ আবুবকর সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা পশুর হাটটি ঘুরে দেখেন। এ সময় হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পকসহ উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page