ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এতে অন্তত দুই জন আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে এর মধ্যে
নিহতরা হলেন:
মিজানুর মাতুব্বর (৫০) – চৌকিঘাটা গ্রাম, ঘারুয়া ইউনিয়ন, ভাঙ্গা উপজেলা। পিতা: লতিফ মাতুব্বর।
ইব্রাহীম সর্দার (৭০) – শিবচর থানা, মাদারীপুর জেলা।
মনির সর্দার (৪০) – ইব্রাহীম সর্দারের পুত্র, একই ঠিকানা।
তারা মিয়া (৫০) – বাদশা মিয়ার পুত্র, মাদারীপুরের শিবচর উপজেলা।
এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৪৫ বছর বয়সী)
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাট গামী মাহেন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম পাঁচজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনা চারজনকে মৃত অবস্থায় আনা হয় হাসপাতালে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
You cannot copy content of this page