সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের পর্যটনকেন্দ্র গোসল করতে নেমে মো. মাহিম (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মো. মাহিম চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিমসহ ৪০ জনের একটি দল বাসে করে বুধবার সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাহিম স্রোতের টানে তলিয়ে যায়। পরে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
মাহিমের দাদি সালমা বেগম বলেন, ‘নাতি মাহিম ও তার ছোট ভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ করে মাহিমকে কেউ খুঁজে পাচ্ছিল না। পরে শুনি সে পানিতে পড়ে গেছে। আমার নাতিকে হারিয়ে ফেলেছি। এখন আমি তার বাবা-মাকে কী জবাব
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page