মাদারীপুরের শিবচরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের আনন্দঘন ঈদ পূর্নমিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের কর্মীরা এক বিশাল মিলন মেলায় পরিণত করেছে।
সোমবার (০৯ জুন) সকাল ১০টার দিকে শিবচর উপজেলাধীন পাচ্চঁর ইউনিয়নের কৃতি সন্তান, অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েল্থ শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মিঠু বেপারীর আয়োজনে তার গ্রামের বাড়িতে বিএনপির এই ঈদ পূর্নমিলনী ও মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল সরকার ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আজমুল হুদা ইথু চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক, শিবচর উপজেলা বিএনপি ও সভাপতি, মাদবরেরচর ইউনিয়ন বিএনপি। হেমায়েত হোসেন খাঁন সাবেক যুগ্ম-আহবায়ক, শিবচর পৌরসভা বিএনপি। মোঃ কামরুজ্জামান মিলন, আহবায়ক, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দল। মনজিল রহমান শিহাব, সদস্য সচিব, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এনায়েতুল্লাহ সুমন, সদস্য সচিব, শিবচর পৌরসভা স্বেচ্ছাসেবক দল। বাকাউল করিম খান, সভাপতি, যুবদল শিবচর উপজেলা শাখা, আঃ সাত্তার উকিল, আহবায়ক, শিবচর উপজেলা মৎসজীবি দল। শাওন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শিবচর উপজেলা ছাত্রদল। সজীব খাঁন, সাবেক সাধারণ সম্পাদক, শিবচর উপজেলা ছাত্রদল। ইমতিয়াজ খানঁ তুরাগ, আহবায়ক, শিবচর উপজেলা ছাত্রদল। জাহিদ হাসান, আহবায়ক, শিবচর সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রদর। রিয়াজ রহমান খাঁন, সদস্য সচিব, শিবচর সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রদল।
এ সময় আরও উপস্থিত ছিলেন রুবেল খাঁন, নওয়াজ চৌধুরীর, মোঃ মিন্টু মাদবর ও উপজেলা ছাত্রদলের যুগ-আহবায়ক রাসেদ, তাসকিন আহমেদ খান উজ্জ্বল, পাচচর ইউনিয়ন যুবদল, জুয়েল সিকদার, সজীব সিকদার ও জাবেদ মুন্সি সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ১৮ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিববৃন্দ।
এসময় নেতারা বলেন, ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পারিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরনের পূর্ণমিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page