মাদারীপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেনা রেইন গজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুপুরে জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল। এ সময় কৃষি সম্প্রসারনের কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চান তারা। তাৎক্ষনিক কাগজপত্র দেখাতে পারিনি কৃষি অফিস। তবে, আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করেছেন দুদকের কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল জানান, ২০১৮-১৯ অর্থ বছরে জেলার ৬০টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নে বসানো হয় আগাম আবহাওয়ার পূর্বাভাসের যন্ত্র রেইন গজ মিটার। তাপমাত্রা, আদ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোকঘণ্টাসহ ১০টি বিষয়ে তথ্য সংগ্রহ ও তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারি কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। বিশ^ ব্যাংকের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বসানো রেইন গজ মিটার দেখাশোনা ও সাথে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারি কৃষি কর্মকর্তাকে দেয়া হয় একটি করে ট্যাব, প্রিন্টার, সীম কার্ড ও মডেম। যার অধিকাংশেরই নেই কোন হদিস। রেইন গজ মিটার অকেজো ও যন্ত্রাংশের হসিন না থাকার এমন অভিযোগ জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরে অভিযানে যায় দুদকের ৫ সদস্যের একটি দল। পাশাপাশি সরেজমিনেও প্রতিটি ইউনিয়নে গিয়ে খোঁজ নেয়া হচ্ছে। প্রকল্পে কোন অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সেটিও যাছাইবাঝাই করছে দুদক। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্যউপাত্ত কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনী পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page