গত এক সপ্তাহ আগে দুটি নৌকা দিয়ে ভূমধ্যসাগরে মোট ৮০ জন ইতালির উদ্দেশ্য রওনা হয়।
তারপর মাঝপথে নৌকা ডুবে যায় তারপর শুরু হয় খোঁজা বা উদ্ধার কাজ, এখন পর্যন্ত
এদের মধ্যে ৪ জনের খোঁজ পাওয়া গেছে বাকি ৭৬ জন নিখোঁজ।
নিখোঁজ দের মধ্যে মাদারীপুর জেলারই ৩৪ জন রয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।
বাকিরা কোন জেলার তা এখনও যানা যায়নি।
তবে আরেকটি সুত্র থেকে জানা গেছে কিছু যাত্রী মাল্টা নামক দেশে উদ্ধার হয়েছে।
এঘটনায় কবিরাজপুর ছয়জনকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর দায়ে স্থানীয় ডেন্টাল ডাক্তার রনি দত্ত নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল (মঙ্গলবার) মাদারীপুর কোর্টে হস্তান্তর করেন।
স্থানীয়রা বলছেন, “বিদেশে জীবনের উন্নতির আশায় এসব যুবক এমন ঝুঁকিপূর্ণ পথে পাড়ি জমিয়েছেন। এখন তাদের পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছেন।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page