“গাছ লাগান,পরিবেশ বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবির।
রবিবার (২২জুন-২০২৫) সকাল ১০ টায় শিবচরের ঐতিহ্যবাহী সরকারি বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণে মুফতী রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবন-যাত্রায় নানা সমস্যা তৈরি করেছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে। শিবিরের এই উদ্যোগকে শিক্ষক হিসেবে ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্কুল ও কলেজ পরিবারের পক্ষ থেকেও জানাচ্ছি সাধুবাদ ও অভিনন্দন। এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি।
(২৩ জুন-২০২৫ থেকে ০৭ জুলাই-২০২৫) পর্যন্ত সারা দেশে ১৫ দিনব্যাপী এই বৃক্ষরোপণ ও বিতরণের অংশ হিসাবে আজ শিবচরের বিভিন্ন স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন আঙ্গিনায় হরেক রকমের গাছ লাগানো হয়। পরে তারা প্রায় একশো সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলমূলসহ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহ সুলতান, সেক্রেটারি মুজাহিদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত হোসেন, নাজমুল হোসেন,হাবীব অন্যান্য শিক্ষকবৃন্দ,ছাত্র শিবিরের পৌরসভা সভাপতি হাসান, কলেজ সেক্রেটারী সিয়াম, অফিস সম্পাদক রেদোওয়ান, অর্থ সম্পাদক মেহেদি হাসান,জিসান কাজীসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
You cannot copy content of this page