সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। নিশ্চিন্তপুর এলাকার আব্দুল মান্নানের বাড়িতে ডাকাতের ঘটনাটি ঘটে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে ধারালো চাপাতি ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। সোমবার ভোররাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় আব্দুল মান্নান মোল্লার বাড়িতে ঢুকে ভুক্তভোগী পরিবারের অনেককেই মারধর করে। ভুক্তভোগী আব্দুল মান্নান মোল্লা জানায়, ভোর রাতে তার দোতলা ডুপ্লেক্স বাড়ির নিচতলায় জানালার গ্রিল কেটে মুখোশধারী ডাকাতরা প্রবেশ করে। এ সময় প্রচন্ড শব্দ হলে আতঙ্কিত হয়ে তিনি নিচে চলে আসে।তার উপস্থিতি টের পেলে ডাকাত দলের সদস্যরা ৪-৫ জন তাহাকে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এ সময় ডাকাত সদস্যরা চিৎকার চেচামেচি করলে প্রাণনাশের হুমকি দেয় । পরে ঘরে থাকা নগদ ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত ডাকাত দল পালিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক থমথমে পরিবেশ বিরাজ করছে।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, ওই বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন ঘটনাস্থলপরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আশুলিয়া থানা পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
You cannot copy content of this page