ইতালি বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহীদুল ইসলাম মূর্ধা’র দেশে আগমন উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকাল ৪টার সময় শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্র প্রেমতলায় পৌঁছালে ঘড়িষার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন।
নেতাকর্মীদের এমন উষ্ণ সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদুল ইসলাম মূর্ধা। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের জন্য প্রবাসে ও দেশে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রেমতলা থেকে শুরু হয়ে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর ও ঘড়িষার ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ঘড়িষার ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ইতালি বিএনপি'র নেতা মূর্ধা সোলাইমান বলেন:
“শহীদুল ভাই প্রবাসে থেকেও দলের জন্য নিরলস পরিশ্রম করেছেন। আজ তাকে সরাসরি কাছে পেয়ে আমরা অনুপ্রাণিত।”
উল্লেখ্য, শহীদুল ইসলাম মূর্ধা ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংক্ষিপ্ত সফরে নিজ এলাকা শরীয়তপুরে অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page