“**প্লাস্টিক দূষণ সমাপ্ত করুন**” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুর ১২:৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এবারের আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল:
**“চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ।”**
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান ]। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকবৃন্দ, স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবেশ কর্মী।
আলোচকরা বলেন,আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, কিন্তু সেই সেবার বর্জ্য যদি সঠিকভাবে নিষ্পত্তি না হয়, তাহলে তা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ম মেনে চলা জরুরি।”
বিশেষ করে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে মেডিকেল বর্জ্য (শরীরের অংশ, ইনজেকশন, পিচকারি, গজ, ব্যান্ডেজ ইত্যাদি) সঠিকভাবে পৃথক, সংরক্ষণ ও নিষ্পত্তি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত বক্তারা আরও বলেন, শুধু দিবস উদযাপন নয়, প্রতিদিনের কাজে পরিবেশ রক্ষা নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে।”
এসময়ে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,জেলার স্বাস্থ্যকর্মী ও ক্লিনিক প্রতিনিধিরা, স্থানীয় পরিবেশবিদ ও সাংবাদিকগণ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
আলোচনা শেষে উপস্থিতদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সকল প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page