দ্বীপ জেলা ভোলার মনপুরার উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ভিডব্লিউবি (Vulnerable Group Development) কার্ডের আওতায় চাল বিতরণ করা হয় আজ ৩০ জুন রোজ সোম বার সকাল ১০:০০ ঘটিকার সময় এ চাউল বিতরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২০২৩-২৪ অর্থবছরে ভিডব্লিউবি কর্মসূচির মূল লক্ষ্য হলো, দরিদ্র ও দুঃস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এই কর্মসূচির আওতায় কার্ডধারী নারীরা নিয়মিতভাবে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে এই এই কার্ডের চাউল বিতরন শেষ হবে বলে জানান প্রশাসক মো আশরাফ হোসেন।
মনপুরা উপজেলার প্রত্যেক ইউনিয়নের ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ একটি নিয়মিত কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় নারীরা উপকৃত হচ্ছেন বলে জানান তারা। চাল বিতরণের সময়, প্রশাসক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বিতরণ প্রক্রিয়া তদারকি করেন, যাতে করে প্রকৃত সুবিধাভোগীরাই এই সহায়তা পান।ভিজিডি কার্ডের চাল বিতরণের প্রধান উদ্দেশ্য হলো: দরিদ্র ও দুঃস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, কর্মসূচির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা, সামাজিক নিরাপত্তা জোরদার করা.
৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মো আশরাফ হোসেন বলেন ভিডব্লিউবি এই কার্যক্রমটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প, যা দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।এর মাঝে সুস্থ ও শান্তি পূর্ণ ভাবে বিতরন করা হয়েছে।
You cannot copy content of this page