
জেলার অন্যতম উপজেলা সাভার। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলছে মাঠপর্যায়ে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রত্যাশী প্রার্থীদের দৌড়ঝাঁপ। চেয়ারম্যান পদ প্রত্যাশী মোহাম্মদ কবির হোসেন সরকারও আছে এই দৌড়ে।
সাভার উপজেলার চেয়ারম্যান পদ প্রত্যাশী মোহাম্মদ কবির হোসেন সরকার। আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে চলছে মাঠ পর্যায়ে প্রার্থীদের দৌড়ঝাপ সাভার উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ কবির হোসেনও প্রচার প্রচারণায় পিছিয়ে নেই। সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নে সরকারের উন্নয়নের সকল কর্মকান্ডের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মোহাম্মদ কবির হোসেন সরকার ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় জন্ম গ্রহণ করেন। তার পিতা গিয়াস উদ্দিন সরকার। তার পিতা আশুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। কবির হোসেনের শৈশব, কৈশোর, যৌবন কেটেছে আশুলিয়া।
কবির হোসেন তার পিতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যোগ দেন। তিনি ছাত্র জীবন থেকেই উপমহাদেশের সবচেয়ে বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি বর্তমানে আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন।
কবির হোসেন সরকার আশুলিয়া থানা যুবলীগের দায়িত্ব নেওয়ার পর থেকে যুবলীগকে সুসংঘটিত করে একটি শক্তিশালী সংগঠন হিসাবে দ্বারা করিয়েছেন যা কিনা অতীতের চেয়েও বর্তমানের আশুলিয়া থানা যুবলীগ অনেক বেশি শক্তিশালী ও সংগঠিত। রাজনীতির পাশাপাশি তিনি অত্র এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। কোন মানুষ বিপদে পড়ে তার কাছে সহযোগিতার জন্য গেলে তিনি তাকে ফিরিয়ে দেন না। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় তিনি আর্থিক অনুদান দিয়ে থাকেন। শীত বস্ত্র বিতরণ সহ করোনা ভাইরাস মহামারীতে পুরো দেশ যখন দিশেহারা তখনো তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে বিভিন্ন সময়ে তিনি তার নিজ অর্থায়নে মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়ে সাধারণ মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন।
এছাড়া যেমন তিনি নরম ও কোমল হৃদয়ের মানুষ তেমনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। যেখানে অন্যায় সেখানেই তিনি প্রতিবাদী মানুষ হিসেবে আবিভুত হন। জাতীয় নির্বাচনের পর সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ের নির্বাচন আসন্ন। জনগণের আশীর্বাদ নিয়ে গণমানুষের সেবা করার জন্য কবির হোসেন সরকার সাভার উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন। জনমত ও জনগণ যদি তার পক্ষে থাকে তাহলে তার বিজয় সুনিশ্চিত বলে তিনি আশাবাদী। তবে এ উপজেলায় হ্যাভি ওয়েট প্রার্থী হিসেবে ইতিমধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব। তিনিও তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।