আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাসষ্ট্যান্ড এলাকার সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু এম এ মতিনের গ্রেফতারের দাবীতে মানববন্ধন।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীরের ক্ষমতা বলে নানান অপকর্মে লিপ্ত ছিলেন এম এ মতিন। তার হাত থেকে নিস্তার পাইনি বিএনপির অনেক নেতা ও কর্মী । ২৪ অভ্যুত্থানের পরে গা ঢাকা দিয়ে থাকলেও কোন এক অদৃশ্য শক্তির বলে জুলুম নিপীড়ন ভূমি দখল ও নানান অপকর্মে লিপ্ত হয়েছেন তিনি। তার অত্যাচারে আশুলিয়াবাসী অতিষ্ঠ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতা মোখলেছুর রহমান শাহী বলেন এই ভূমিদস্যু এম এ মতিন বেশ কয়েকটি খুনসহ নানান অপকর্মে জড়িত ছিলেন সুষ্ঠভাবে তদন্ত করে তার বিচার আমরা চাই
আমরা যেকোনো মূল্যে চাঁদাবাজ ভূমিদস্যু ও সন্ত্রাসী মুক্ত আশুলিয়া চাই।
এসময় নজরুল নামে এক ভুক্তভোগী জানান সন্ত্রাসী, ভূমিদস্যু চাঁদাবাজ এম এ মতিনের অত্যাচারে অতিষ্ঠ জনজীবন আশুলিয়ার প্রত্যেকটি মানুষ। তার হাত থেকে রেহাই পাইনি মসজিদের জায়গাও ।তাদের বিরুদ্ধে কথা বললে প্রাণ নাশের হুমকি দেয়। বিভিন্ন ভাবে হয়রানি করে। বিভিন্ন দলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকে প্রতিনিয়ত।
ভূমিদস্যু এম এ মতিন ৭.৬০ একর জায়গা দখল করে রেখেছে। যার বৈধ মালিক জনাব আব্দুর রহিম খান ও প্রিন্স আক্তার বাবলু ও সেকান্তর আলী গং। উক্ত জমির বৈধ মালিকগন ৬ মাস পূর্বে ডাঃ আসাদুল্লাহ রহমান দুলাল কে জমির পাওয়ার করে দেয় কিন্তু ভূমিদস্যু এম এ মতিনের কারনে দখলে যেতে পারেনি ৬ মাস অতিবাহিত হলেও। উক্ত জমি সহ আশুলিয়ার বিভিন্ন জায়গায় ভূমিদস্যু এম এ মতিন গং দখল বাণিজ্যে মেতেছে। তাদের অত্যাচারে অসহায় জনজীবন
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চিহ্নিত চাঁদাবাজ ভূমিদস্যু সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
আমরা জান মালের নিরাপত্তা চাই জনজীবনে শান্তি চাই আজ আমরা মৃত্যুর মুখে দাড়িয়ে মুক্তি চাই এই সন্ত্রাসী বাহিনী যে কোন সময় আমাদের প্রাণনাশ করতে পারে।
আমরা সন্ত্রাসী ও ভূমিদস্যু এম এ মতিন কে দ্রুত গ্রেফতারের জানাচ্ছি প্রশাসনের কাছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page