আমতলী সদর ইউনিয়নের প্রায় ৫ হাজার নারী পুরুষের নিকট থেকে ২৫-২৬ চক্রের ভিজিডি কাডের্র নিবন্ধন করার নামে ঘুষ নেওয়ার প্রতিবাদে এবং তার বিচার দাবীতে শত শত নারী পুরুষ এবং ভূক্তভোগীরা মানববন্দন ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকাল ১১ টায় খুিরয়ার খেয়াঘাট সংলগ্ন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানবন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ করা হয়।
আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল মৃধার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আবুল কালাম মাষ্টারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি এনাম সরকার, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোকলেছ মৃধা, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব প্যাদা, ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিখান মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহবায়ক মো. হানিফ বয়াতী, ছাত্রদল সভাপতি গাজী সোলায়মান ,যুবদল নেতা আমির হোসেন, সাইদুল বয়াতী, ভুক্তভোগি হালিমা বেগম. পাখি বেগম, হাসিনা বেগম,পারুল বেগম . ময়না বিবি ও জেসমিন আক্তার প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহন করা বক্তারা অভিযোগ কওে বলেন, আমতলী সদর ইউনিয়ন পরিষদ কাযার্লয়ের প্রশাসনিক কর্মকতার্ (সচিব) মো. নিজাম উদ্দিন ভিজিডি কার্ড নিবন্ধনের নামে গরীব অসহায় নারীদের নিকট থেকে ১০০ টাকা করে আদায় করেছেন। কিন্তু তাদের নামে কোন নিবন্ধনও করেননি।
বক্তারা দূনীর্তি গ্রস্থ প্রশাসনিক কর্মকতার্ মো. নিজাম উদ্দিনের অপসারন ও দৃষ্টান্তমুলক বিচার দাবী করেছেন।
অভিযুক্ত আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতার্ (সচিব) মো. নিজাম উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। রিং হলেও তিনি রিসিভ করেননি।
আমতলী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ খান তাপস বলেন, ভুক্তভোগিদের অভিযোগ পেয়েছি বিষয়টিতদন্ত করে দেখা হবে।
আমতলী উপজেলা নিবার্হী অফিসার মো.রোকনুজ্জামান খান বলেন ,এ বিষয় সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page