আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী দলীয় নেতাকর্মীদের নিয়ে ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (২ জুলাই) শরীয়তপুর কোর্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সী বলেন, “আমরা জননেতা ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে কাজ করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ও শরীয়তপুর-১ আসনের উন্নয়নের জন্য আমি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই আসনের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আর আমি নির্বাচিত হতে পারলে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত শরীয়তপুর গঠনে কাজ করবো, ইনশাআল্লাহ।”
এসময় তাঁর সঙ্গে শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন (দুলাল), যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাদবর কাউসার হোসেন, যুব নেতা রাকিবুল হাসান সনেট, বিলাল হোসেন বাঘা, মহিউদ্দিন আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page