মাদারীপুরের কালকিনিতে অবসরপ্রাপ্ত এল জি ডি অফিস সহকারীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। শনিবার সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় শুক্রবার সন্ধ্যায় আবুল জলিল সিকদার (৭০) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজি পর আজ সকালে একই ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের সেলিম তালুকদারের পাট ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। প্রথমে কৃষক সেলিম তালুকদারের ছেলে সাঈদ তালুকদার পাট ক্ষেতে আগাছা বাছাইয়ের উদ্দেশ্যে প্রবেশ করলে তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান গ্রাম পুলিশের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুরথ হাল নির্ণয় করে পোস্টমর্টেম এর জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
You cannot copy content of this page