পঞ্চগড়ে এক দিন পর আবারও তাপমাত্রা নামলো ৫ ডিগ্রি সেলসিয়াছে । উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ শীতে দিশেহারা ।
টানা শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গিয়েছে ঘন কুয়াশায় নিমজ্জিত সীমান্ত ঘেরা উত্তরাঞ্চলের এই জনপথ পঞ্চগড়। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। শীতের তীব্রতার কারণে শিশু থেকে বয়স্ক মানুষ খুবই কষ্টে দিনযাপন করছে।
গৃহ পালিত পশু ও বন্য প্রাণীরাও তীব্র শীত ও হাড় হিম করা কনকনে বাতাসের প্রবাহের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া হাঁপানি শ্বাসকষ্ট ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই। উপজেলা হাসপাতাল গুলোতে রয়েছে রোগীর বাড়তি চাপ।
খেটে খাওয়া দিনমজুর ও কষ্টে দিনযাপন করছে। রবিবার ২৮ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫. ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রেকর্ড করা হয়েছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তথ্যটি নিশ্চিত করেছে পঞ্চগড় জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল শাহ। তিনি আরো বলেন গত কয়েকদিন থেকেই এ জেলায় মৃদু থেকে মাঝারি বাতাস বইছে। কুয়াশা ও বাতাসের কারনে তীব্র শীত প্রকট আকার ধারণ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page