মাদারীপুরের শিবচরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বিকেলে পৌরসভার নলগোড়া খাজারডেগ এলাকায় ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮জুন শিবচর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে ভাতিজা চাচাকে কুপিয়ে জখম করে। সেই ঘটনায় একটি মামলা হয়। মামলায় তারা মিয়া ফকির, আলমগীর হোসেন, শাহা হাওলাদার ও ডালিয়া বেগমকেসহ বেশকয়কজনকে আসামী করা হয়। তবে মানববন্ধনে তারা বলেন, উক্ত ঘটনায় আমরা জড়িত না হয়েও আমাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
ভুক্তভোগী তারা মিয়া ফকির বলেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। নিরঅপরাধ যারা রয়েছি তাদের এ মামলা থেকে অব্যাহতির দাবি করছি।
You cannot copy content of this page