দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার ৫নং ইউনিয়ন কলাতলিতে কোস্ট ফাউন্ডেশন কর্তৃক সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে কলাতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হিন্দু আবাসনে ১২ ও ১৩ জুলাই ২০২৫ সকাল থেকে স্বাস্থ্য সচেতনতামুলক সভা ও উঠান বৈঠক সম্পন্ন করা হয়েছে। সভায় ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা নিয়ে আলোচনা করা হয়।ডেঙ্গুর উপসর্গ বা লক্ষন সমুহ,ডেঙ্গু হলে করণীয়,ডেঙ্গু প্রতিরোধের উপায়, নিয়ে আলোচনা করা হয়েছে।ডেঙ্গু থেকে বাচতে এড়িয়ে চলতে হবে অনেক কিছু যা স্বাস্থ্য সেবায় রয়েছে।
উক্ত কর্মসূচির সার্বিক সহায়তা করছেন পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ ) সভায় সভাপতিত্ব করেন -সিতা রানী দাস, স্বাস্থ্য পরিদর্শক - লিপি রানী দাস,সভাটি পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো:ফজলুল হক।
অদ্য সভা শেষে জানতে পেরে কৈশোর কার্যক্রমের কৈশোর ক্লাবের সদস্য সম্পা রানী দাস পিতা- সুমন চন্দ্র দাস, মাতা - প্রতিমা রানী দাস, তিনি মনপুরা মাধ্যমিক বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষায় ৩.২২ পেয়েছেন। কৈশোর ক্লাবের সকল সদস্য তাকে অভিনন্দন জানান।স্বাস্থ্য পরিদর্শক সকলের ব্লাড পেশার,স্বল্প মুল্যে ডায়াবেটিক টেস্ট সহ গর্ভবতী মায়েদের ওজন পরিমাপ ও গর্ভবতী মাকে সমৃদ্ধি কর্মসূচির স্যাটেলাইট ক্লিনিক হতে বিনামুল্যে এম,বি বি এস চিকিৎসক হতে সেবা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।
কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো:ফজলুল হক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক কে বলেন আমরা কোস্ট ফাউন্ডেশন কর্তৃক ব্লাড পেশার,স্বল্প মুল্যে ডায়াবেটিক টেস্ট সহ গর্ভবতী মায়েদের ওজন পরিমাপ সহ ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে সচেতনতা সভা সহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page