সারাদেশে চাঁদাবাজি,ধর্ষণ,সন্ত্রাসী কর্মকান্ড ও বিচার বর্হিভূত হত্যার প্রতিবাদে বাংলাদেশ ফরেজী আন্দোলনের পক্ষ থেকে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ১১ জুলাই) বিকেলে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন এর সভাপতিঃ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর এর নির্দেশে জেলার শিবচর উপজেলার বড় বাহাদুরপুর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফরেজী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী ছাড়াও শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফরেজী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা এ বি এম মহিউদ্দিন আহম্মাদ,
বাহাদুরপুর কওমি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল
মাওলানা জিয়াউল হক কাশেমী, বাংলাদেশ ফরেজী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ফরেজী আন্দোলনের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল করিম, বাংলাদেশ ফরেজী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম ফরায়ছজী সহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ।
You cannot copy content of this page