ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন’ এই শ্লোগান নিয়ে আমতলীতে সোমবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ দিবসটি পালন করে।
সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর কার্যালয়ের হল রুমে এ দিবসটি পালন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব আমতলী) মো. ইলিয়াস খান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ আহম্মেদ রোকনুজ্জামান, উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে রয়েছেন আমতলী সদর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী নাজমা আকন্দ, আমতলী সদও ক্লিনিকের পরিবার কল্যান পরিদর্শিকা পপি হাওলাদার, আমতলী সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মোশারেফ হোসেন, হলদিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুজ রায়। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আঠারগাছিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page