ঢাকা সাভার উপজেলায় কিডনি নষ্ট হয়ে যাওয়া মৃত্যু পথযাত্রী রেমিট্যান্স যুদ্ধা মো: জাকির হোসেনের চিকিৎসা সহযোগীতায় পাশে দাঁড়ালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
১৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে সাভার পৌরসভার ছায়াবিথী এলাকায় জাকির হোসেনের বোন আলো আক্তার তাঁর ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য দেখা করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলমের সাথে।
কিডনি নষ্ট অসুস্থ জাকিরের বিস্তারিত শুনার পর লায়ন মোঃ খোরশেদ আলম জাকিরের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ বেতারের কর্মচারী ছিলেন এই অসুস্থ জাকিরের বাবা-মা। জাকিরের বাবা পৃথিবী ছেড়ে চলে যান অনেক আগেই। সংসারের হাল ধরতে জাকির হোসেন পাড়ি জমান মধ্যপ্রাচ্যের জর্ডানে। তিনি বিগত চার বছর আগে ভিষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর জর্ডান থেকে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। এই রেমিটেন্স যোদ্ধার কষ্টার্জিত সকল অর্থ চলে যায় চিকিৎসায়। ডাক্তাররা বলেন, জাকিরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে জীবনে আরো কিছুদিন বেঁচে থাকতে বড় আকুতি জাকির ও তাঁর পরিবারের।
তাৎক্ষনিকভাবে খোরশেদ আলম আয়োজন করেন সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, এর আগে কৃতিকে বাঁচাতে আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। এবারও আবহাওয়া ভাল থাকলে সাভারের রেডিও কলোনী মাঠে জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহায়তা চান মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু সহ সকল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করেন বিএনপির এই নেতা।
এ সময় বক্তব্য রাখেন, অসুস্থ জাকিরের বোন আলো আক্তার, কণ্ঠশিল্পী ইমন আহমেদ, নীলয় আহমেদ, মিঠু সহ, অনেকে।
আগামী ২৫ জুলাই জাকির হোসেনের চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্ট সফল করতে গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেছেন আয়োজকরা।
এসময় আরো উপস্থিত ছিলেন,সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
You cannot copy content of this page