আমতলীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে।
১৬ জুলাই জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, কৃষি কর্মকর্তা মো. রাসেল, ওসি তদন্ত আমির হোসেন, আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সমবায় কর্তকর্তা মো. আজাদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, আমতলী বন্দর হোসাইনিয়া সিনিয়ার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক সাইফুল্লা নাসির, সাংবাদিক মো. মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ফাতেমা তুজজোহরা মৈতি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. সেলিম মাহমুদ প্রমুখ। সভা শেষে জুলাই শহীদদেও আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদেও জামে মসজিদেও পেশ ইমাম মো. আমির হোসেন। কর্মসূচীর অংশ হিসেবে সকল অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখা হয় এবং বুধবার আছর বাদ সকল মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page