
গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শরীয়তপুর শহর পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে উত্তপ্ত বক্তব্যে নেতারা ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর জব্বার মীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব হাশেমী। আরও বক্তব্য দেন নায়েবে আমীর কে. এম মকবুল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রব হাশেমী বলেন, “গণঅভ্যুত্থানের নাহিদ, সারজিস ও হাসনাত আব্দুল্লাহ আজ ইতিহাসের অংশ। তারা জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, আমাদের পথ দেখিয়েছেন। আজ যারা ছাত্রলীগকে দিয়ে হামলা-নৈরাজ্য চালিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “এই দমন-পীড়নের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।”
সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কে. এম মকবুল হোসাইন আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতের কেন্দ্রীয় সমাবেশ সফল করতে শরীয়তপুরবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “এই সমাবেশ ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি জোরালো বার্তা দেবে। সবাইকে ঢাকায় উপস্থিত থাকতে হবে।”