ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন মাষ্টার হাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা ও নৌ- বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল আটক করে পুলিশ ও নৌ বাহিনীর একটি টিম। আজ ১৮ জুলাই ২০২৫ আনুমানিক সন্ধ্যা ৬ঃ০০ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে আটক করা হয় মাষ্টারহাট বাজার ব্যবসায়ী ও মো হাচান মাষ্টার ও তার দোকানের কর্মচারীকে।সেই সাথে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল আটক করে তার নিজ গোডাউন থেকে।সেই সাথে গত কয়েক দিন আগে শিশু বলবৎকারের ঘটনা ও স্বীকার করেন হাসান মাস্টারের কর্মচারী ইলিয়াছ।
এ বিষয়ে নৌ বাহিনীর কমান্ডার এইচ এম রিফাত বিএন জানান, আমরা একটি গোপন সংবাদ পাই,মাষ্টার হাট বাজারে অবৈধ কারেন্ট জাল আছে।সে লক্ষে পরে আমরা মনপুরা থানা ও নৌ বাহিনীর একটি যৌথ চৌকস টিম সহ অভিযান পরিচালনা করি।অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল আনুমানিক ৭৫ লক্ষ মিটার যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি ৫০লক্ষ টাকা।পরে আমরা জাল গুলো নৌ বাহিনীর ক্যাম্পের সামনে এনে মনপুরা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি।
You cannot copy content of this page