বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গত ২২ জুলাই মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর থেকে মাদবরেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম মাদবরের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এ বিক্ষোভ মিছিলে অংশ নেন শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার এই স্লোগানের মধ্য দিয়ে বিক্ষব মিছিলটি মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর থেকে শুরু করে কাওরাকান্দি পুরাতন ফেরি ঘাট এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল শেষে মোঃ জহিরুল ইসলাম মাদবর বলেন, শিবচরের মাটি বিএনপি’র ঘাটি শিবচর উপজেলা বিএনপি সব সময় দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ছিলো এবং আগামীতেও থাকবে তাই বিএনপি এবং আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কেউ কটুক্তি করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন।
এসময় উপস্থিত ছিলেন, হৃদয় চৌধুরী, নাজমুল বেপারী, রাসেল বেপারী, আরফিন রহমান আনোয়ার সহ প্রমূখ।
You cannot copy content of this page