ভোলার মনপুরা উপজেলায় জুলাই শহীদদের স্মরনে বৃক্ষ রোপন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে ভোলা জেলার শহীদ ৪৮ জুলাই যোদ্ধার নামে এ বৃক্ষ রোপন করা হয়। উপজেলা প্রশাসনের উদোগে এ বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, মনপুরা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেপটেনেন্ট এমএইচ রিফাত, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির, মনপুরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপি’র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, প্রেসক্লাব সভাপতি মোঃ অহিদুর রহমান, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এসময় ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ জুলাই যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
You cannot copy content of this page