উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে ।এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এরই মধ্যে আজ ২৫ জুলাই রোজ শুক্রবার দেখা যায়, মনপুরার কলাতলি ইউনিয়ন বেড়িবাঁধ না থাকার কারনে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে নিন্ম অঞ্চল। সেখানে ২৫ হাজার বাসিন্দার বসাবস। সেই সাথে মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চ ঘাটের বেহাল দশা দেখা গিয়েছে। স্পীড বোট দিয়ে চলাচল করতে দেখা গিয়েছে যাত্রীদের।সেই সাথে ভোগান্তিতে রয়েছে ইলিশ মাছ ব্যবসায়ীরা, ঝুরি নিয়ে চরম দুর্ভোগ দেখা গিয়েছে।
কলাতলি ইউনিয়ন থেকে আমাদের মনপুরা রিপোর্টাস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো গফুর জানান,কলাতলিতে বেড়িবাঁধ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের,বেড়িবাঁধ নির্মানের জোর দাবি জানান তিনি।সাধারণ বাসিন্দাদের দাবি অতিদ্রুত কলাতলি ইউনিয়ন বেড়িবাঁধ নির্মান করার জন্য উর্ধতন কর্মকর্তাদের ও পানি উনন্নয়ন বোর্ডের প্রতি অনুরোধ জানা এলাকাবাসী।
সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে ও মেঘনা নদীতে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page