আমি মোঃ নূরউদ্দিন, পিতা: মোঃ করিম, মাতা: রেহানা পারভিন। গত ১ জুলাই ২০২৫ ইং তারিখ আনুমানিক দুপুর ১:১০ ঘটিকার সময় পিরেরবাগ এলাকায় যাওয়ার পথে আমার এসএসসি ও এইচএসসি সনদপত্র হারিয়ে যায়।
হারানো সনদপত্রের বিবরণ:
এসএসসি: রোল নং: ৪১৯৬৭৮, রেজি নং: ৯৬২৫৩৪/২০০৭, বোর্ড: ঢাকা, পাশের সাল: ২০০৯।
এইচএসসি: রোল নং: ৫০৯৮৬৯, রেজি নং: ৫৭৭৫৬৫/২০০৯, বোর্ড: ঢাকা, পাশের সাল: ২০১১।
এ বিষয়ে আমি মিরপুর থানায় ১১ জুলাই ২০২৫ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। জিডি নম্বর: ১০৩৯।
যোগাযোগ:
মোঃ নূরউদ্দিন
০১৭৪৬২৪৬৯১৪
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page