নবীন লেখক ইমতিয়াজ আহমেদ এর নতুন উপন্যাস 'ভূতুড়ে জঙ্গল' প্রকাশিত হয়েছে। বইমেলায় প্রিয় বাংলা প্রকাশনীর ৪০১ ও ৪০২ নং স্টলে পাওয়া যাবে বইটি। একদল কিশোরদের অ্যাডভেঞ্চারের গল্প ফুটে উঠেছে উপন্যাসটিতে।
বইটি সম্পর্কে ইমতিয়াজ আহমেদ বলেন, ' কিশোর উপযোগী বইটি মূলত অ্যাডভেঞ্চারমূলক কাহিনী। স্কুল পড়ুয়া একদল কিশোরের শ্বাসরুদ্ধকর অভিযান, ভৌতিক আবহের আড়ালে অপরাধের সন্ধান, শ্রেণিকক্ষে খুনসুটি, বন্ধুর প্রতি মমত্ব এবং মানবিকবোধ সম্পর্কিত কিশোর উপন্যাসটি কিশোর বয়সীদের আনন্দের খোড়াক হয়ে উঠবে বলে আশা রাখি।'
তিনি আরও বলেন, 'শিশু-কিশোরদের বইমুখী করতে হবে। বর্তমান সময়ে স্মার্টফোনে আসক্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে কাজটি বেশ কঠিন। তারপরও আমাদের পাঠক তৈরিতে কাজ করে যেতে হবে। শিশু-কিশোরদের হাতে বই তুলে দিতে হবে। 'ভূতুড়ে জঙ্গল' বইটি শিশু-কিশোরদের আনন্দ দেবে।'
জানতে চাইলে প্রিয় বাংলা প্রকাশনীর স্বত্বাধিকারী এসএম জসিম ভূঁইয়া বলেন,'আগামী বইমেলাকে সামনে রেখে আমাদের অনেকগুলো বই আসবে। ইতোমধ্যে ছাপা হয়েছে বেশ কিছু সংখ্যক বই। 'ভূতুড়ে জঙ্গল' তার মধ্যে একটি। কিশোরদের জন্য একটি মজার বই হবে এটি। বইমেলায় প্রিয় বাংলার স্টলসহ অনলাইনেও বইটি সংগ্রহ করা যাবে। বইটির মুদ্রিত মূল্য ২শত টাকা। বইমেলায় নির্ধারিত ছাড়ে পাওয়া যাবে।'
ইমতিয়াজ আহমেদ এর লেখা গল্পগ্রন্থ 'কুয়াশায় মোড়ানো বিকেল' (দাঁড়িকমা), 'মৃত্যু' (কিংবদন্তী পাবলিকেশন), উপন্যাস 'শূন্যতা ছুঁয়ে যায়' (দাঁড়িকমা) এবং কাব্যগ্রন্থ 'কবিতা ও প্রেম' এবং 'অশ্রু তুমি চিবুকেই হও শেষ'( প্রিয় বাংলা) ইতোপূর্বে প্রকাশিত হয়েছে।
পেশাগত জীবনে ইমতিয়াজ আহমেদ একজন শিক্ষক। পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে। গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্য চর্চার হাতেখড়ি তার।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page