দীর্ঘ নয় মাসের জটিলতা কাটিয়ে সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুনরায় প্রধান শিক্ষক হিসেবে প্রত্যাবর্তন করেছেন মোহাম্মদ নওশের আলী।
২৮ জুলাই (সোমবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন অ্যাডহক কমিটিও তাদের দায়িত্বভার গ্রহণ করেছে।
বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি'র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি দেওয়ান আক্কাস আলী।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রায় নয় মাস পূর্বে 'জুলাই বিপ্লব'-এর পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ নিয়ে এক ধরণের অস্থিরতা ও জটিলতা সৃষ্টি হয়েছিল। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোহাম্মদ নওশের আলী পুনরায় প্রধান শিক্ষক হিসেবে ফিরে আসায় এবং নতুন অ্যাডহক কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী এবং নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের চোখেমুখে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি হযরত আলী, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য শামিম হোসেন এবং পৌর বিএনপি'র খান মজলিশ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
নবগঠিত অ্যাডহক কমিটি এবং প্রত্যাবর্তনকারী প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে তারা একযোগে কাজ করে যাবেন বলে অনুষ্ঠানে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।